ন্যাভিগেশন মেনু

সরিষাবাড়ীতে জুয়ার আসরে সংঘর্ষে জুয়াড়ি নিহত


জামালপুরের সরিষাবাড়ীতে জুয়ার আসরে হেরে যাওয়ায় আলম মিয়া (২৫) নামের এক যুবককে  শ্বাসরোধ করে হত্যা করেছে প্রতিপক্ষ।

রবিবার (১৩ ডিসেম্বর) ভোরে পৌর এলাকার কাঠিয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

সংবাদ পেয়ে সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহ শিবলী সাদিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহত আলম মিয়া কাঠিয়াবাড়ী গ্রামের তমছের আলীর ছেলে।

পুলিশ সুত্রে ও সরেজমিনে জানা যায়, পৌরসভার কাঠিয়ার বাড়ী গ্রামের নবা আলীর সেচপাম্পের ঘরে দীর্ঘদিন ধরে জুয়ার আসর চলে আসছিলো। গত শনিবার সারাদিন জুয়া খেলে হেরে যায় আলম মিয়া। পরে রাতে টাকার জন্য খেলার স্থানে কাঠিয়ারবাড়ী এলাকার হাসেন মেঠের ছেলে মুক্তা ও ফজলের ছেলে সুমনের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সংঘর্ষ বাধে।

এ ঘটনায় রবিবার ভোরে মুক্তা ও সুমনসহ চারজন মিলে আলম মিয়াকে পাশের ধান ক্ষেতে নিয়ে মারধর করে শ্বাসরোধ করে হত্যা করে। খবর পেয়ে রবিবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় দুপুরে নিহতের মা আনোয়ারা বেগম বাদী হয়ে ২ জনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোঃ ফজলুল করিম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এম এ এম/ এস এ /এডিবি