ন্যাভিগেশন মেনু

করোনায় আক্রান্ত রোনালদিনহো


করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বার্সেলোনা এবং ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো।

শনিবার (২৪ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে এক ভিডিওবার্তায় খবরটি নিশ্চিত করেছেন এই কিংবদন্তি নিজেই।

নিজের ইনস্টাগ্রামের এক ভিডিও বার্তায় রোনালদিনহো বলেন, ‘আমি হরিজেন্তেয় একটিন অনুষ্ঠানে অংশ নিতে এসেছি। এখানে এসেই কোভিড-১৯ পজিটিভ হয়েছি। ’

তিনি আরও জানান, ‘এখন আমি ভালো আছি, শরীরে কোভিডের কোনো লক্ষণও নেই। অনুষ্ঠানে পরেও অংশ নিতে পারব। এখন আমি কোয়ারেনটাইনে আছি। আশা করছি দ্রুতই একসঙ্গে হবো আমরা। ’

৪০ বছর বয়সী রোনালদিনহো ব্রাজিলের বেলো হরিজেন্তে অঞ্চলে কোয়ারেনটাইনে থেকেই ভক্তদের উদ্দেশে এই বার্তা দিয়েছেন।

১৯৯৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত ব্রাজিলের জার্সি গায়ে ৯৭টি ম্যাচ খেলেছেন রোনালদিনহো। বিশ্বকাপ, কোপা আমেরিকা থেকে শুরু করে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের অভিজ্ঞতা আছে রোনালদিনহোর। ২০০৫ সালে ব্যালন ডি'অর জয়ের পাশাপাশি দু'বার ফিফার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

ওয়াই এ/ওআ