ন্যাভিগেশন মেনু

জাতীয় আইসিটি অ্যাওয়ার্ড-২০২০ পেলেন ভূমি কর্মকর্তা


অনলাইন ভূমি জরিপ সফটওয়্যারের মাধ্যমে ভূমি জরিপ সম্পন্নকরণের জন্য ‘ই-গভর্ণেন্স (নাগরিক সেবায় বিশেষ অবদান)’ ক্যাটাগরিতে ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পুরস্কার-২০২০’ পেলেন ঢাকার জোনাল সেটেলমেন্ট অফিসার মোঃ মোমিনুর রশীদ।

শুক্রবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মাল্টিপারপাস হলে আয়োজিত মেলার সমাপনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পদক ও সনদ দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

‘ই-নামজারি’ উদ্যোগ বাস্তবায়নের স্বীকৃতি স্বরূপ 'স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকারি প্রতিষ্ঠানের বিকাশ' ক্যাটেগরিতে বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় জাতিসংঘের মর্যাদাপূর্ণ ‘ইউনাইটেড ন্যাশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড-২০২০’ অর্জন করে।

আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার অর্জনের পর ভূমি মন্ত্রণালয়ের আরও একটি উদ্যোগ এবার জাতীয় পর্যায়ে পুরস্কার পেলো।

পুরস্কারপ্রাপ্তির পর মোমিনুর রশীদ জানান, ‘সেটেলমেন্ট ট্রেনিং-এ প্রদত্ত ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী কর্তৃক এক বক্তব্যে উৎসাহিত হয়ে তিনি অনলাইন সার্ভে ও সেটেলমেন্ট অটোমেশন সফটওয়্যার প্রস্তুতের উদ্যোগ গ্রহণ করেন। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মাক্ছুদুর রহমান পাটওয়ারীর প্রণোদনা ও ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ তসলীমুল ইসলামের প্রশাসনিক সহায়তার জন্য এ সফটওয়্যারের কার্যক্রম বাস্তবে রূপদান দেওয়া সম্ভব হয়েছে বলে তিনি মনে করেন।’

এমআইআর/এডিবি