ন্যাভিগেশন মেনু

করোনায় একদিনে আরও ২০৪ জনের মৃত্যু


দেশে বর্তমান করোনাভাইরাস মাহামারি পরিস্থিতিতে লকডাউন বা কঠোর বিধিনিষেধেও থামানো যায়নি এর তাণ্ডব। প্রতিদিনই বাড়ছে সংক্রমণ, বাড়ছে মৃত্যু। দেশে এই ভাইরাস আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২০৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে পৌঁছালো ১৭ হাজার ৬৬৯ জনে।

একইসময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮ হাজার ৪৮৯ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে ১০ লাখ ৯২ হাজার ৪১১ পৌঁছালো।

শনিবার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ হাজার ৮২০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ২৩ হাজার ১৬৩ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩০ হাজার ১৫টি এবং পরীক্ষা করা হয়েছে ২৯ হাজার ২১৪টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৯ দশমিক ০৬ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭২ লাখ ১৫ হাজার ৫৮১টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ১৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২০৪ জনের মধ্যে ঢাকায় ৮২ জন, খুলনায় ৪৯ জন, চট্টগ্রামে ৩২ জন, রাজশাহীতে ২০ জন, বরিশালে ৫ জন, সিলেটে ২ জন, রংপুরে ১০ জন এবং ময়মনসিংহে ৪ জন। এদের মধ্যে ১২৫ জন পুরুষ এবং ৭৯ জন নারী।

এমআইআর/এডিবি/