ন্যাভিগেশন মেনু

বুড়িগঙ্গা তীরে দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান


ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীর দুই তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে দ্বিতীয় দিনের মতো অভিযান চলছে।

সোমবার (২১ ডিসেম্বর) নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিলের নেতৃত্বে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এ অভিযান চালায়।

ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক (বন্দর) গুলজার আলী জানান, কেরানীগঞ্জের চর ওয়াশপুরে বেশ কিছু কাঁচাপাকা স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। নদীর জায়গা নদীকে ফিরিয়ে দিতে চলমান এ অভিযান অব্যাহত থাকবে।

এর আগে রবিবার (২০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে কেরানীগঞ্জের মধ্যেরচর ও ঝাউচর এলাকায় এই অভিযান চালিয়ে বেশ কিছু অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়। অবৈধ স্থাপনার মধ্যে মানুষের বসতবাড়িও রয়েছে।

ওয়াই এ/এডিবি