ন্যাভিগেশন মেনু

করোনায় মধ্যবিত্ত পরিবারে পাশে ব্রাইট


চলমান করোনাভাইরাস সঙ্কট মোকাবিলায় মধ্যবিত্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে সেচ্ছাসেবী সংগঠন ব্রাইট। এই সঙ্কটময় মূহুর্তে মধ্যবিত্ত পরিবারের মাঝে উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছে সংগঠনটি। 

বুধবার (২২ এপ্রিল) রাজধানীর কামরাঙ্গীর চর, লালবাগ, হাজারীবাগ ও মোহাম্মদপুরের সাড়ে আট শতাধিক পরিবারের কাছে এসব উপহার সামগ্রী পৌঁছে দেয় সংগঠনটির সেচ্ছাসেবীরা। সঙ্কট চলাকালীন এই কার্যক্রম অব্যহত থাকবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়।

উপহার সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ২ কেজি মশুর ডাল পাঁচ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ২ লিটার সয়াবিন তেল, লবন এবং কিছু শুকনো খাবার।

এ বিষয়ে সংগঠনটির প্রধান সমম্বয়ক মাহমুদুল করিম খান বলেন, চলমান করোনাভাইরাস সঙ্কট মোকাবিলায়  রাজধানীতে বসবাসরত মধ্যবিত্ত পরিবারগুলোর কথা বিবেচনা করে আমাদের সংগঠনটির পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে নূন্যতম কয়েক দিন চলার মত উপহার সামগ্রী পৌঁছে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে আজ থেকে আমাদের সংগঠনটির চারটি গ্রুপ রাজধানীর বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এই উপহার সামগ্রী পৌঁছে দেয়ার কার্যক্রম শুরু করেছে। সঙ্কট চলাকালীন এই কার্যক্রম অব্যহত থাকবে।

তিনি আরো বলেন, আসন্ন রমজান মাসে এসব পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণের কার্যক্রম হাতে নেয়া হয়েছে।

জানা গেছে, কামরাঙ্গীর চরে সাড়ে তিনশ মধ্যবিত্ত পরিবারের মাঝে উপহার সামগ্রী পৌঁছে দেন সংগঠনটির সহকারি সমন্বয়ক পারভেজ আহমেদ ও সাব্বির আহমেদের নেতৃত্বে একটি গ্রুপ। 

সংগঠনটির আরেক সম্বনয়ক ইঞ্জিনিয়ার মনির হোসেনের নেতৃত্বে একটি গ্রুপ মোহাম্মদপুরে দুইশ পরিবারে কাছে উপহার সামগ্রী পৌঁছে দেন। এছাড়া লালবাগ ও হাজারীবাগে সংগঠনটির আরো তিন সমন্বয়ক ইমরানুল হক সনি, ফাইজুল আলম সজিব ও তানভীর আহমেদ সুমনের নেতৃত্বে  তিন শতাধিক পরিবারের বাড়িতে উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়।

ওআ