ন্যাভিগেশন মেনু

করোনায় হাত বাড়ালেন মানবদরদী চিকিৎসক


বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশেও ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। দেশে করোনাভাইরাস (কভিড-১৯) আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১ জন বেড়ে চারজনে দাঁড়িয়েছে। তাছাড় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩৯ জনে পৌঁছালো।

করোনার প্রাদুর্ভাব ঠেকাতে ইতোমধ্যে ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। তাছাড়া, সারাদেশে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সবধরনের গণপরিবহন, যাত্রীবাহী নৌযানসহ লোকাল ও মেইল ট্রেন বন্ধ ঘোষণা করা হয়েছে।

শহরের রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে। কিন্তু এতে বিপদে পড়ে গেছেন দিনমজুর, শ্রমিক, রিকশাচালকরা। রাস্তায় মানুষ না থাকায় রিকশাচালকরাও যাত্রী পাচ্ছেন না।

আয় না হলে তাদের সংসার চলবে কীভাবে? করোনার বদলে তারা তো অনাহারেই মারা যাবে।

দিনমজুরদের নিয়ে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় না থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এক চিকিৎসক। নিজের সাধ্যমতো তিনি রিকশাচালকদের চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করে যাচ্ছেন।

মানবদরদী এই চিকিৎসকের নাম ডা. নুরুল হাসান। গত তিন দিন ধরে তিনি রাজধানীর উত্তরায় রিকশাচালকদের চাল-ডাল-লবণ-আলু এবং সাবান দিয়ে প্যাকেট তৈরি করে বিতরণ করে যাচ্ছেন।

তার এই কর্মকাণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। তার এই দয়া দাক্ষিণ্যে ধন্য ধন্য করছে সবাই।

নুরুল হাসানের এমন উদ্যোগ দেখে অনেকেই তাঁর পাশে দাঁড়িয়েছেন। এমনিতেই করোনা আক্রান্তদের পর সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন ডাক্তাররা। কারণ তারা সরাসরি রোগীদের সেবা করেন। এর মাঝে নুরুল হাসানের এমন উদ্যোগ চোখে জল এনে দেয়।

ডা. নুরুল হাসান আজকের বাংলাদেশ পোস্টকে বলেন, ‘যুদ্ধটা যার যার অবস্থান থেকে করি, গরীব ও মেহনতী মানুষতো না খেয়ে মারা যাবে করোনায় আক্রান্ত হওয়ার আগেই, তাই আসুন সবাই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াই। সবাই ভালো থাকবেন ও বেশি বেশি করে হাত ধুবেন।’

ওআ /এডিবি