ন্যাভিগেশন মেনু

করোনায় ২৪ ঘণ্টায় ভারতে সর্বাধিক ৪৫২৫ জনের মৃত্যু


মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। এই ভাইরাসে গত দুই সপ্তাহের বেশি সময় ধরে বিশ্বের সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হচ্ছে ভারতে। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৪ হাজার ৫২৫ জন। একইসময়ে আরও ২ লাখ ৬৭ হাজার ১৭৪ জনের করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

মঙ্গলবার (১৮ মে) সকালে করোনাভাইরাস পরিস্থিতি জানান অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা যায়।

ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুসারে, এখন পর্যন্ত দেশটিতে মোট মৃতের সংখ্যা ২ লাখ ৮৩ হাজার ২৭৬ জন। এ ছাড়াও মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা ২ কোটি ৫৪ লাখ ৯৫ হাজার ১৪৪ জন।

এই মুহূর্তে দেশে চিকিৎসাধীন ৩২ লাখ ২৬ হাজার ৭১৯ জন। করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় সাবধানবাণী শোনাচ্ছেন বিশেষজ্ঞরা। শেষ না হওয়া এই অন্ধকার সময়ে আশার নতুন আলো দেখাচ্ছে ২-১৮ বয়সীদের টিকা।

ভারতে ১০ থেকে ১২ দিনের মধ্যে শুরু হতে চলেছে ১৮ বছরের কমবয়সীদের উপর ভ্যাকসিনের ট্রায়াল। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে এই কথাই জানিয়েছে নীতি আয়োগ (স্বাস্থ্য) আধিকারিক ডা. ভিকে পল।

ওয়াই এ/এডিবি/