ন্যাভিগেশন মেনু

করোনা আতঙ্কে ইতালিয়ান লিগের ৫ ম্যাচ স্থগিত


বিশ্বজুড়ে মহামারী আকার ধারণ করা করোনাভাইরাসের আতঙ্কে ইতালিয়ান লিগের অন্তত ৫টি ম্যাচ স্থগিত করা হয়েছে।

কারণ, ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত করোনাভাইরাস সব থেকে ভয়ঙ্করভাবে ছড়িয়েছে ইতালিতে।

যদিও এরমধ্যে আছে দুই শিরোপাপ্রত্যাশী য়্যুভেন্তাস আর ইন্টার মিলানের হাইভোল্টেজ ম্যাচটিও।

এদিকে য়্যুভেন্তাস-ইন্টারমিলান ম্যাচটার দিকে বিশ্বফুটবল তাকিয়েছিল নিশ্চিতভাবেই। ইতালিয়ান লিগে য়্যুভদের প্রায় অর্ধযুগের দাপটে এবার হানা দেওয়ার প্রতিশ্রুতি ছিল ইন্টার মিলানের চোখেমুখে।

এই দুই দলের পয়েন্ট টেবিল দখলের লড়াই চলছে পুরো মৌসুমজুড়ে। এবার মুখোমুখি লড়াই। নিশ্চিতভাবেই হিসেব-নিকেশ আরও পাকাপোক্ত করার পালা।

অথচ এই ম্যাচটাই হচ্ছে না করোনাভাইরাসের কারণে। তবে একেবারেই হচ্ছেনা সেটা বলা যাবেনা। সিরিয়ায় শীর্ষ দুই দলের লড়াই দেখতে সমর্থকদের অপেক্ষা করতে হবে আরও অন্তত আড়াই মাস।

১৩ মে প্রাথমিকভাবে দুই দলের খেলার তারিখ নির্ধারণ করা হয়েছে। কিন্তু ততোদিনে এই ম্যাচের আবেদনই বা কতটুকু থাকবে, সেটাও ভাবার বিষয়।


এদিকে করোনাভাইরাস আতঙ্কে সিরিয়ায় আরো ৪টি ম্যাচ স্থগিত করা হয়েছে।

এই ৪টি ম্যাচ হল- এসি মিলান আর জেনোয়া, পারমা বনাম স্প্যাল, উদিনেস বনাম ফিওরেন্তিনা আর সাসৌলু বনাম ব্রেসিয়ার ম্যাচ।

জানা যায়, ইতালিয়ান পেশাদার লিগের তৃতীয় স্তরের অন্তত তিন ফুটবলার ও এক কর্মকর্তা এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ইতালির মতো অতোটা ভয়ানকভাবে না ছড়ালেও, সতর্ক থাকছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। কিন্তু এখন পর্যন্ত কোন ম্যাচ স্থগিত করা হয়নি ইংল্যান্ডে।

তবে এরই মধ্যে দু:শ্চিন্তার কথা জানিয়েছেন লিভারপুল কোচ ইয়্যুর্গেন ক্লপ।

এদিকে ভাইরাস থেকে বাঁচতে সৌজন্য হ্যান্ডশেক বর্জন করতে নিউক্যাসল ইউনাইটেড ক্লাব ফুটবলারদের নির্দেশনা দিয়েছেন!

ওয়াই এ/এডিবি