ন্যাভিগেশন মেনু

করোনাকালে মাস্ক পরে ত্বকের যত্ন


করোনাকালে আমাদের বাইরে বের হতে ব্যবহার করতে হচ্ছে মাস্ক। দীর্ঘ সময় মুখের কোমল ত্বক মাস্কের সঙ্গে ঘষা লেগে অ্যালার্জি বা ব্রণ দেখা দেয়। বাতাস চলাচল না করতে পারায় মুখ ঢাকা অংশের আর্দ্রতা কিছুটা বেড়ে যায়। ফলে ব্রণ দেখা দেয়।

গরমের সময় ত্বকের অস্বস্তি এমনিতে অনেকটা বেড়ে যায়। তারমধ্যে এই মাক্স ব্যবহারে ত্বকের অস্বস্তি আরও বাড়িয়ে দেয়। তবে এর থেকে রক্ষা পেতে আমাদের কিছু ঘরোয়া উপায় অনুসরণ করতে হবে।

চলুন জেনে নেওয়া যাক কিভাবে মাস্ক পরে ত্বকের যত্ন নেবেন-

> বাহির থেকে ঘরে ফিরেই আমরা যেমন সাবান দিয়ে হাত ধুয়ে ফেলি, তেমনি একই সঙ্গে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিতে হবে।

> মুখ ধুয়ে নেওয়ার পর ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। ময়েশ্চারাইজার ব্যবহার না করলে তা ত্বককে রুক্ষ করে তোলে এবং তাতে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস বাসা বাঁধে।

> ফেসওয়াশ ব্যবহারের ক্ষেত্রে এমন পণ্য ব্যবহার করুন, যা আপনার ত্বকের সঙ্গে মানানসই।

> যদি দীর্ঘ সময় ঘরের বাইরে থাকা হয় ও মুখ পরিষ্কার করার উপায় না থাকে, তবে ব্যাগে রেখে দিতে পারেন ফেস ওয়াইপস। গরমের দিনে ফেস ওয়াইপস দিয়ে মুখ মুছে নিলে তা কিছুটা স্বস্তি দেবে আপনার ত্বককে।

> ঘরে ফিরে এক টুকরো আইস নিয়ে মুখে আলতো করে ঘষুণ। তা মুখে একটু আরাম দিবে।

সিবি/এডিবি/