ন্যাভিগেশন মেনু

করোনায় শিক্ষার্থীদের জন্য বিশেষ ইন্টারনেট প্যাকেজের প্রস্তাব এপিইউবি’র


বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণের কারণে থমকে গেছে প্রচলিত শিক্ষা ব্যবস্থা। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। আর এরই মধ্যে শিক্ষার্থীদের জন্য বিশেষ ইন্টারনেট প্যাকেজের প্রস্তাব করেছে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি)।

সম্প্রতি মুঠোফোন আলাপে চলমান করোনা সংকট ও বিশ্ববিদ্যালয়ের দায়-দায়িত্ব প্রসঙ্গে এসব কথা বলেন এপিইউবি’র সভাপতি শেখ কবির হোসেন।

করোনাভাইরাসের কারণে বিপাকে পড়ে গেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় খাত। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উত্তরণ ও শিক্ষাব্যবস্থা চলমান রাখতে শেখ কবির হোসেন বলেন, অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্তটি একটি যুগোপযোগী সিদ্ধান্ত।

শেখ কবির হোসেন বলেন, সারা বাংলাদেশে ছড়িয়ে থাকা শিক্ষার্থীদের সবার পক্ষে অনলাইনে ক্লাস করা সম্ভব নয় প্রযুক্তিগত কারণে। তাদের জন্যই শিক্ষার্থীবান্ধব বিশেষ ইন্টারনেট প্যাকেজের দাবি করা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের বিভিন্ন স্থানের দুর্বল ইন্টারনেট অবকাঠামোর কারণে অনেকেই হয়তো পরীক্ষায় অংশ নিতে পারবে না, তাদের জন্য আলাদা করে ভেবেছে এপিইউবি। তাদের পরীক্ষা পরে নেওয়ার সিদ্ধান্ত ইতোমধ্যে এপিইউবি গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, এখানে সরকার ও টেলিকম কোম্পানিগুলো বড় ভূমিকা রাখতে পারে।  তারা চাইলেই শিক্ষার্থীদের জন্য ইন্টারনেট প্যাকেজের ব্যাবস্থা করতে পারেন।

তিনি অনলাইনে পরীক্ষা গ্রহণ প্রসঙ্গে বলেন, অনলাইনে পরীক্ষা শুধু সম্ভবই নয়, শিক্ষার পদ্ধতি হিসেবেও আমাদের আরও আধুনিক পর্যায়ে যাওয়ার সুযোগ রয়েছে।  যেমন, জুম অ্যাপের মাধ্যমে ক্লাস নেওয়া যায়। সারাবিশ্বেই এটা চলছে।

তিনি আরও বলেন, অনলাইন মানেই কিন্তু লাইভ ভিডিও নয়। সবচেয়ে সহজ ও সর্বনিম্ন যোগাযোগের উপায়ের মাধ্যমেই শিক্ষাকার্যক্রম চালু রাখতে হবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা গবেষণা শুরু করেছে।

দেশের বর্তমান এই পরিস্থিতিতে অনান্য প্রতিষ্ঠানের মতো বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোও তুমুল আর্থিক ক্ষতির মুখে পড়বে। আর তাই শিক্ষার্থীদের সামর্থ্য অনুযায়ি বিশ্ববিদ্যালয়ের ফি দেওয়ার আহ্বানও জানান তিনি।

বৈশ্বিক এই মহামারির সময় তিনি সবাইকে মানবিক হওয়ার আহ্বান জানান। একইসঙ্গে উচ্চশিক্ষা বিঘ্নিত যেন না হয় সেই জন্য ডিজিটাল শিক্ষাব্যবস্থা চালিয়ে নেওয়ার আহ্বান জানান অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের (এপিইউবি) সভাপতি শেখ কবির হোসেন।

ওয়াই এ/ এডিবি