ন্যাভিগেশন মেনু

করোনা টেস্টের ফি কমানোর সিদ্ধান্ত


দেশে সরকারি হাসপাতালে করোনাভাইরাস (কভিড-১৯) টেস্টের ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (১৯ আগস্ট) সকালে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, হাসপাতালে করোনা পরীক্ষার ফি ২০০ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা এবং বাসা থেকে নমুনা নিয়ে পরীক্ষার ফি ৫০০ টাকার থেকে ৩০০ টাকা করা হয়েছে।

এ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সংবাদমাধ্যমকে বলেন,  ‘করোনা পরীক্ষায় মানুষের আগ্রহ কমে যাওয়াতে ফি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

গত ১৫ জুন করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য অপ্রয়োজনীয় টেস্ট পরিহার করার লক্ষ্যে অর্থ বিভাগের এক স্মারকের সম্মতির পরিপ্রেক্ষিতে আরটি-পিসিআর পরীক্ষার জন্য ২০০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত ফি নির্ধারণ করা হয়েছিল।

সেই প্রজ্ঞাপনে বলা হয়, ‘চিকিৎসা সুবিধা বিধিমালা ১৯৭৪'-এর আওতায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য চিকিৎসা সংক্রান্ত সব সুযোগ-সুবিধা বহাল থাকবে। এছাড়া মুক্তিযোদ্ধা, দুস্থ ও গরিব রোগীদের চিকিৎসা ও রোগ নির্ণয় পরীক্ষা-নিরীক্ষা সংক্রান্ত সরকারি আদেশ বহাল থাকবে।’

এছাড়া আরও বলা হয়, ‘আরটি-পিসিআর পরীক্ষার জন্য আদায় করা অর্থ সরকারি কোষাগারে জমা করতে হবে।’

ওয়াই এ/ এডিবি