ন্যাভিগেশন মেনু

করোনা মোকাবেলায় এক লাখ অসহায় মানুষের পাশে সানিয়া মির্জা


বৈশ্বিক সংকট করোনাভাইরাস ( কভিড-১৯) পরিস্থিতিতে ভালো নেই ভারত। ২১ দিনের জন্য লগডাউন চলছে ভারতজুড়ে। এতে জীবনযাপন কঠিন হয়ে পড়েছে দিনমজুরদের। 

কঠিন এই পরিস্থিতিতে তাদের সাহায্য করতে ভারতীয় সরকারের পাশাপাশি টেনিসের গ্ল্যামার গার্ল সানিয়া মির্জা এক লাখ দরিদ্র মানুষকে ১.২৫ কোটি টাকা দান করেছেন।

সোমবার (৩০ মার্চ) সোশ্যাল মিডিয়া ট্যুুইটারে নিজেই এ কথা জানালেন তিনি।

সানিয়া বলেন, ‘গেল সপ্তাহে আমরা টিম বানিয়ে গরিবদের সাহায্য করার চেষ্টা করেছি। হাজার হাজার অসহায় মানুষকে খাদ্য দিয়েছি। এক সপ্তাহে ১.২৫ কোটি টাকা তুলেছি। এতে কমপক্ষে এক লাখ মানুষ উপকৃত হবেন। এটি একটি নিরন্তর প্রচেষ্টা। আমরা এ লড়াইয়ে একত্রে রয়েছি। কাঁধে কাঁধ মিলিয়ে করোনার বিরুদ্ধে যুদ্ধে লড়ে যাচ্ছি।’

এর আগে,  কিংবদন্তি ক্রিকেট তারকা শচীন টেন্ডুলকর ৫০ লাখ রুপি দান করেন ।

ওআ/এডিবি