ন্যাভিগেশন মেনু

করোনা: গত ২৪ ঘন্টায় ২৬১ জনের মৃত্যু


দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৬১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে পৌঁছেছে ২২ হাজার ৪১১ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮ হাজার ১৩৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা হলো ১৩ লাখ ৪৩ হাজার ৩৯৬ জন। 

শনিবার (৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৩৮৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১১ লাখ ৮৮ হাজার ৮২০ জন।

২৪ ঘণ্টায় সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৭০৭টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৩৩টি, জিন এক্সপার্ট ৫৩টি, র‌্যাপিড অ্যান্টিজেন ৫২১টি। এসব ল্যাবে ৩১ হাজার ৭০২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয়েছে ৩১ হাজার ৭১৪টি।

মোট নমুনা পরীক্ষা হয়েছে ৮০ লাখ ৭৫ হাজার ৪০৭টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫৯ লাখ ৫৫ হাজার ৪৪৯টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২১ লাখ ১৯ হাজার ৯৫৮টি। শনাক্তের হার ১৬ দশমিক ৬০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগে ১০১জন, চট্টগ্রামে ৬২ জন, রাজশাহীতে ৮ জন, খুলনায় ৪৫ জন, বরিশালে ১২ জন, সিলেটে ৭ জন, রংপুরে ১০ জন এবং ময়মনসিংহে ১৬ জন।

এর আগে, শুক্রবার ২৪৮, বৃহস্পতিবার ২৬৪ (সর্বোচ্চ), বুধবার ২৪১, মঙ্গলবার ২৩৫, সোমবার ২৪৬, রোববার ২৩১ ও শনিবার ২১৮ জনের মৃত্যু হয়। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের। এরপর থেকে প্রায় প্রতিদিনই করোনায় ২ শতাধিক মানুষের মৃত্যু হচ্ছে।

এমআইআর/এডিবি/