ন্যাভিগেশন মেনু

শ্রীলঙ্কায় আঘাত হেনে তামিলনাড়ুর দিকে আসছে ঘূর্ণিঝড় বুরেভি


সর্বশক্তি নিয়ে শ্রীলঙ্কায় আঘাত হেনে এবার ভারতের তামিলনাড়ুর দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বুরেভি। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বেলা ১১টা নাগাদ দ্বীপরাষ্ট্রের আছড়ে পড়ে এই ঝড়।

ভারতের আবহাওয়া অফিস জানায়, শ্রীলঙ্কায় তাণ্ডব চালানোর পর ঝড় ঘুরতে শুরু করেছে তামিলনাড়ুর দিকে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত অথবা শুক্রবার সকালে ঘূর্ণিঝড় বুরেভি তামিলনাড়ুর কন্যাকুমারীর কাছে রামনাথপুরমে ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

তামিলনাড়ু থেকে মাত্র ৪০ কিলোমিটারেরও কম দূরে রয়েছে এই ঘূর্ণিঝড়। দুপুরের মধ্যে গতি আরও বাড়িয়ে পামবানের কাছাকাছি মান্নার প্রণালী অতিক্রম করবে বুরেভি। সেই কারণে কেরালার চার জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে।

এর প্রভাবে ইতোমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে কেরালা ও তামিলনাড়ুতে। আগামী ৪৮ ঘণ্টায় প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তামিলনাড়ু ও কেরলের দক্ষিণ অংশে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা হয়েছে আন্দামান সাগরে। ইতোমধ্যেই শক্তি বৃদ্ধি করছে ঘূর্ণিঝড়। এছাড়া আরও দুটি ঘূর্ণাবর্ত বাংলাদেশের কাছে রয়েছে।  

এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঘূর্ণিঝড় বুরেভির কোনো প্রভাব দেশের উপকূলে থাকবে না। কয়েকদিন তাপমাত্রাও অপরিবর্তিত থাকবে। তবে সপ্তাহখানেক পরে শীতের প্রবণতা বাড়বে।

সিবি/এডিবি