ন্যাভিগেশন মেনু

কলা চাষ করে স্বাবলম্বী রাকিব


ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা জিনোদপুর ইউনিয়ন বাজার সংলগ্ন নীলনগর গ্রামে  কলাবাগান করে স্বাবলম্বী হয়েছে মধ্যবিত্ত এক পরিবারের ছেলে রাকিব। কলা বাগান চাষ করে বেশ  পরিচিত স্থানীয়দের কাছে। 

রাকিবের থেকে জানা যায়, প্রায় তিন বছর আগে রাকিব নিল নগর গ্রামে ৪৫ শতাংশ জায়গাতে ৫৮০ টি কলার চারা রোপণ করেন তিনি।

এতে তার প্রায় ১লাখ ৪০ চল্লিশ হাজার টাকা খরচ হয়। বিগত দুই বছরে সে এই বাগান থেকে ৫ লাখ তিরিশ হাজার টাকার কলা বিক্রি করেন বলে জানান।

 সরজমিনে গিয়ে দেখা যায় তিন বছর আগে পরিত্যক্ত ৪৫ শতাংশ জায়গা কলা বাগান করে প্রতিবছর  লাভ হয়েছে দুই  থেকে  আরাই লাখ টাকা  করে তা দেখে স্থানীয় অনেকেই কলাচাষে আগ্রহী হচ্ছেন বলে জানান রাকিব।

রাকিব জানায়, স্থানীয় পুষ্টির চাহিদা  মিটিয়ে এসব কলা যাচ্ছেন গ্রামের  বিভিন্ন হাট বাজারে।

এছাড়া একদিকে রাকিব যেমন কলা বিক্রি করছেন অপরদিকে নতুন করে কলার চারাও লাগাচ্ছেন।

এছাড়াও কিছু বাগানে নতুন করে বের হচ্ছে কলার ছড়ি। সরকারি  বা বেসরকারি আর্থ সহায়তাসহ  প্রয়োজনীয় প্রশিক্ষণ পেলে বৃহৎ আকারে আরো অনেকেই কলা চাষে এগিয়ে আসবেন অভিমত ব্যক্ত করেন স্থানীয় কৃষকেরা।

ওয়াই এ / এস এস