ন্যাভিগেশন মেনু

কাবুলে আত্নঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১৩


আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরের বাইরে দুটি বিস্ফোরণে কমপক্ষে ৭২ জন বেসামরিক নাগরিক ও ১৩ জন মার্কিন সেনা ও ২৮ জন তালেবান যোদ্ধাসহ ১১৩ জন নিহত হয়েছেন বলে হাসপাতালের সূত্র এবং তালেবান কর্মকর্তা জানিয়েছেন। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) স্থানীয় সময় ৬টায় জোড়া বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে।

২০১১ সালের আগস্টে চিনুক হেলিকপ্টারে হামলার পর আফগানিস্তানে আমেরিকান সৈন্যদের জন্য এটি সবচেয়ে বড় এক ক্ষতি। ওই হেলিকাপ্টারে হামলা চালিয়ে ৩০ জন সেনা সদস্যকে হত্যা করা হয়েছিল।

বর্তমান তালেবানের শাসন থেকে পালাতে মরিয়া আফগানদের সরিয়ে নিতে সাহায্যকারী মার্কিন সেনারা আরও হামলার জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

তিনি বলেছেন, আফগানিস্তানে জিহাদী হামলা সত্ত্বেও কাবুল থেকে লোকজনকে মার্কিন বিমানে করে সরিয়ে নেয়ার অভিযান অব্যাহত থাকবে।

বৃহস্পতিবারের হামলার দাবি করেছে আফগানিস্তানে আইএসআইএল (আইএসআইএস), খোরাসান প্রদেশের ইসলামিক স্টেট, আইএসকেপি (আইএসআইএস-কে)। তারা বলেছে, তার আত্মঘাতী হামলা 'আমেরিকান সেনাবাহিনীকে সাহায্যকারী দোভাষীদের জন্য একটি সংকেত।'

পেন্টাগন জানিয়েছে, বৃহস্পতিবার আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরে হামলাটি একটি 'জটিল হামলা', যেখানে একটি বিশাল আন্তর্জাতিক বিমান চলাচল চলছে, এতে অনেক মার্কিন ও বেসামরিক মানুষ হতাহত হয়েছেন।

তালেবানের একজন মুখপাত্র বার্তাসংস্থা রয়টার্সকে জানায়, বিমানবন্দরে বিস্ফোরণে তাদের ২৮ জন যোদ্ধা নিহত হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, 'আমরা আমেরিকানদের চেয়ে বেশি মানুষকে হারিয়েছি।

তিনি বলেন, বিদেশি বাহিনীর দেশ ত্যাগের ৩১ আগস্টের সময়সীমা বাড়ানোর কোনও কারণ নেই।

এডিবি/