ন্যাভিগেশন মেনু

কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৮, আহত ৫৭


আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে আত্মঘাতী এক বোমা হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫৭ জন।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যার দিকে বেসরকারি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দাস্ত-এ বারচি এলাকার ওই ভবনটিতে মূলত শত শত শিয়া মতাবলম্বী শিক্ষার্থীরা থাকে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ‘আহতদের অনেককে হাসপাতালে নেয়া হয়েছে। এতে মৃত্যুর সংখ্যা আরও বাড়ার শঙ্কা রয়েছে। ’

নিজেদের সোশ্যাল মিডিয়া চ্যানেলে পোস্ট দিয়ে ইসলামিক স্টেট গ্রুপ এই হামলার দায় স্বীকার করলেও নিজেদের জড়িত থাকার কোনো প্রমাণ প্রদর্শন করেনি তারা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান এক বিবৃতিতে বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকতে যাওয়া এক ব্যক্তিকে নিরাপত্তাকর্মীরা থামতে বললে সঙ্গে সঙ্গে সে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটান। ’

ওয়াই এ/ওআ