ন্যাভিগেশন মেনু

ফাইনাল পরীক্ষার দাবিতে বেরোবির প্রশানিক ভবন ঘেরাও


বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) স্নাতক ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষা নেওয়ার দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও করেছে বিশ্ববিদ্যালয়ের ৬টি বিভাগের শিক্ষার্থীরা।

রবিবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টা থেকে শতাধিক শিক্ষার্থী প্রশাসনিক ভবনে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করে।

এসব বিভাগের মধ্যে রয়েছে - গণযোগাযোগ ও সাংবাদিকতা, বাংলা, ইংরেজি, ভূগোল ও পরিবেশ, পদার্থ বিজ্ঞান ও রসায়ন।

আন্দোলনে অংশ নেওয়া গণযোগাযোগ ও সাংবাদিক বিভাগের শিক্ষার্থী মারুফ ভূঁইয়া বলেন, যতক্ষণ পর্যন্ত পরীক্ষার কোন সিদ্ধান্ত আসছে না, আমরা এখানেই অবস্থান করবো।

বাংলা বিভাগের শিক্ষার্থী মোঃ ফয়সাল হোসেন বলেন, পরীক্ষার জন্য কিছুদিন আগে স্মারকলিপি দেওয়া হয়েছিল, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নামমাত্র কমিটি গঠন করে কালক্ষেপণ করা হচ্ছে। তাই আজ আমরা পরীক্ষা গ্রহণের বিষয়ে নির্দিষ্ট কোন সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।

এ বিষয়ে কথা বলতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ ও প্রো-ভিসি প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তারা ফোন রিসিভ করেননি।

এফআর/ওয়াই এ/এডিবি