ন্যাভিগেশন মেনু

শুভ জন্মদিন আফরান নিশো


ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর ৪০তম জন্মদিন ৮ ডিসেম্বর। তার প্রকৃত নাম আহম্মেদ ফজলে রাব্বি (নিশো)।

১৯৮০ সালের এই দিনে টাঙ্গাইলের ভূঞাপুরে জন্ম নেন নিশো।

রাজধানীর ধানমন্ডি গভঃ বয়েস হাই স্কুল থেকে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করেন তিনি। এরপর তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পড়াশুনা করেন।

২০০৩ সালে বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করার মাধ্যমে শোবিজে পদার্পণ করেন নিশো। এরপর গাজী রাকায়াতের পরিচালনায় ‘ঘরছাড়া’ (২০০৬) নাটকের মধ্য দিয়ে ছোটপর্দায় অভিনয় শুরু হয় তার।

বস-গুরু-ভাই ভক্তদের কাছে নানা নামে পরিচিত এই তারকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নামে আছে নানা ফ্যান ক্লাব। তিনি ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয়ে জয় করেছেন সব শ্রেণীর দর্শকের হৃদয়।

২০১২ সালে ‘তুমি দূরে দূরে থেকো না’ শিরোনামের মিউজিক ভিডিও করার পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। এরপর শুধু জয় করে যাওয়া। ঈদসহ যেকোন অনুষ্ঠানে নিশো ভক্তরা মুখিয়ে থাকে নতুন নাটকের জন্য। ইউটিউবে তার বেশ কিছু নাটক ছুঁয়েছে বিলিয়ন ভিউয়ার্সের ক্লাব।

ভার্চুয়্যালের নুতন যুগেও সরব নিশো। ওটিটি প্লাটর্ফমে দেখা যাবে নেগেটিভ চরিত্রের একটি ওয়েব সিরিজে। মেরিল প্রথম আলো পুরস্কারসহ পেয়েছেন কাজের জন্য নানা স্বীকৃতি।

এস এ/এডিবি