ন্যাভিগেশন মেনু

কুমেকে কভিড-১৯ উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু


কুমিল্লা মেডিকেল কলেজের (কুমেক) কভিড হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪ জন পুরুষ ও ২ জন নারী। 

এ নিয়ে এই হাসপাতালে করোনা এবং করোনা উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৬৭ জনে।

হাসপাতালের পরিচালক মো. মুজিবুর রহমান সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনাভাইরাস উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন - নগরীর শাকতলা এলাকার নূরজাহান বেগম (৬০), জেলার বরুড়া উপজেলার বাঁশতলী গ্রামের কল্পনা রানী পাল (৬৫), চৌদ্দগ্রাম উপজেলার দেলোয়ার হোসেন (৬০), একই উপজেলার শ্রীপুর কালিয়াপাড়া এলাকার দিলিপ কুমার ভৌমিক (৬২), লালমাই উপজেলার আবদুল জাব্বার (৭৩) এবং একই উপজেলার বাগমারা এলাকার সৈয়দপুর গ্রামের এ কে এম সিরাজুল ইসলাম (৭৫)।

হাসপাতালের পরিচালক মো. মুজিবুর রহমান বলেন, গত দুইদিনে করোনা উপসর্গ নিয়ে ১৬ জন মারা গেলেন। 

গত ৩ জুলাই এই হাসপাতাল চালু হয়। ২৭ জুলাই ছাড়া প্রতিদিনই কেউ না কেউ এই হাসপাতালে মারা গেছেন। গড়ে প্রতিদিনই পাঁচজনের মতো মারা যাচ্ছেন।

এডিবি/