ন্যাভিগেশন মেনু

কুয়াকাটায় আবার ভেসে এলো ২ মৃত ডলফিন


কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও দুটি মৃত ডলফিন ভেসে এসেছে। 

বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে মৃত ডলফিন দুটি স্থানীয়রা গঙ্গামতি বনাঞ্চলের লেক সংলগ্ন সৈকতের বেলাভূমিতে দেখতে পায়।

বটলনোজ প্রজাতির ডলফিনটি লম্বায় প্রায় পাঁচ ফুট। সকালে কিংবা রাতের জোয়ারে এটি ভেসে এসে বালুচরে আটকা পড়তে পারে বলে ধারণা করছেন প্রত্যক্ষদর্শীরা।

এছাড়া দুপুরের জোয়ারের কুয়াকাটা সৈকতের জিরাে পয়েন্টে  ভেসে আসে প্রায় ছয় ফুট লম্বা আরেকটি মৃত ডলফিন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডলফিন দুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, শরীরে জাল প্যাঁচানো ছিল। সাগরে ফেলা জালে আটকেপড়ার পর ডলফিনটিকে আঘাত করে মেরে ফেলা হতে পারে। 

তারা বলেন, এর আগেও কুয়াকাটা ও গঙ্গামতি সৈকতে ১৩টি ডলফিন ভেসে আসলেও মৎস্য গবেষকরা ডলফিন মারা যাওয়ার কারণ অনুসন্ধানে কোন কার্যকরী উদ্যোগ নেয়নি। 

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, দুটি ডলফিন ভেসে আসার খবর পেয়ে বন বিভাগকে বিষয়টি অবগত করা হয়েছে। এগুলো মাটিচাপা দেওয়া হবে। 

এমকেআর/এডিবি/