ন্যাভিগেশন মেনু

কোভিড-১৯ রোগীদের আর্থিক বোঝা কমাতে বীমানীতিতে পরিবর্তন আনছে চীন


কোভিড-১৯ রোগীদের চিকিৎসা-ব্যয় মেটাতে সহায়তার জন্য বীমানীতি সমন্বয় করছে চীনের আঞ্চলিক চিকিৎসা কর্তৃপক্ষগুলো।

নতুন নীতিতে কোভিড-১৯ রোগীদের হাসপাতালের বহির্বিভাগ ও অন্তর্বিভাগ এবং অনলাইন চিকিৎসার বিলগুলোর জন্য চিকিৎসা বীমা পরিশোধের হার নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

বেইজিং, হুপেই, কুয়াংসি, ইউনান ও আনহুইসহ বেশ কয়েকটি প্রাদেশিক-স্তরের স্থানীয় চিকিৎসা কর্তৃপক্ষ ইতোমধ্যে কোভিড-১৯ চিকিত্সার জন্য ব্যবহৃত অনেকগুলো ওষুধকেও ক্ষতিপূরণযোগ্য হিসাবে তালিকাভুক্ত করেছে।

এই সমন্বয় কোভিড-১৯ রোগীদের তাদের আর্থিক বোঝা থেকে অনেকাংশে মুক্তি দিয়েছে। যেমন পূর্ব চীনের আনহুই প্রদেশে ডিসেম্বরে প্রবর্তিত একটি নতুন নীতি অনুসারে, চিকিৎসা বীমার আওতায় থাকা নাগরিকরা বহির্বিভাগে কোভিড-১৯ চিকিৎসা ব্যয়ের ৭০ শতাংশ বীমা তহবিল থেকে ফেরত পাচ্ছেন।

মঙ্গলবার পর্যন্ত ওই প্রদেশে বহির্বিভাগে কোভিড-১৯ চিকিৎসার মোট ব্যয় দাঁড়ায় ৩৬ লাখ ৯০ হাজার ইউয়ান, যার মধ্যে ২৪ লাখ ১০ হাজার ইউয়ান ফেরত পাওয়া যাবে চিকিৎসা বীমা তহবিল থেকে। - সূত্র: সিএমজি