ন্যাভিগেশন মেনু

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ১০ হাজার কোটি টাকার তহবিল গঠন


ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ২০ হাজার কোটি টাকা ঋণের প্যাকেজ ঘোষণা করেছে সরকার। সে ঋণের প্যাকেজের জন্যে ইতোমধ্যে ১০ হাজার কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (২৭ এপ্রিল) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

সার্কুলারে বলা হয়েছে, ‘৩ বছর মেয়াদি এ তহবিল থেকে শুধু চলতি মূলধন (ওয়ার্কিং ক্যাপিটাল) ঋণ দেবে ব্যাংক। ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের তহবিল থেকে ৪ শতাংশ সুদে ঋণ নিয়ে ছোট-মাঝারি ও কুটির শিল্প খাতের শিল্পোদ্যোক্তাদের ৯ শতাংশ সুদে ঋণ দেবে।’

বাংলাদেশ ব্যাংক বলছে, প্রদত্ত ঋণের ৪ শতাংশ গ্রহীতা শিল্প/ব্যবসায় প্রতিষ্ঠান পরিশোধ করবে এবং অবশিষ্ট ৫ শতাংশ সরকার ভর্তুকি হিসেবে সংশ্লিষ্ট ব্যাংককে প্রদান করবে।

প্রসঙ্গত, এর আগে গত ৫ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচটি প্যাকেজের আওতায় মোট ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেন। এরমধ্যে শিল্প খাতের জন্য ৩০ হাজার কোটি টাকা এবং ছোট ও মাঝারি শিল্পের জন্য ২০ হাজার কোটি টাকা প্রণোদনার কথা ছিল।

এমআইআর/ এডিবি