ন্যাভিগেশন মেনু

মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তায় সেনাবাহিনীর যৌথ মহড়া


কক্সবাজারের মহেশখালী মাতারবাড়ী ১ হাজার ২০০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োজিত দেশি-বিদেশিদের নিরাপত্তা ব্যবস্থার উপর আস্তা তৈরি, নিজস্ব পূর্ব প্রস্তুুতি ব্যবস্থা বাস্তবায়নের লক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

রবিবার  (১৩ ডিসেম্বর) দুপুরে সশস্ত্র বাহিনী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসগুলোর সদস্য কর্তৃক এ যৌথ মহড়া অনুষ্ঠিত হয়ে।

এতে সেনাবাহিনীর পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী, কোস্ট গার্ড, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। 

এ সময় সশস্ত্র বাহিনী ও অসামরিক প্রশাসনের ঊধ্বর্তন কর্মকর্তারা এই যৌথ অনুশীলন প্রত্যক্ষ করেন।   

সেনা সদরের সার্বিক তত্ত্বাবধানে ১০ পদাতিক ডিভিশন এ অনুশীলন আয়োজন করে।

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী তথা সশস্ত্র বাহিনী যে কোন অনাঙ্ক্ষিত পরিস্থিতিতে মাতারবাড়ী প্রকল্প এবং এর সাথে সংশ্লিষ্ট সকল দেশি-বিদেশি ব্যক্তিদের নিরাপত্তা প্রদানে সদা প্রস্তুুত। আজকের অনুশীলনের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সশস্ত্র বাহিনী ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে প্রয়োজনীয় সমন্বয় করা হলো যা ভবিষ্যতেও চলমান থাকবে।

সিবি/এডিবি