ন্যাভিগেশন মেনু

খুলনায় তিন কার্যদিবসেই মাদক মামলার রায় ঘোষণা


খুলনায় একটি মাদক মামলায় মাত্র তিন কার্যদিবসেই রায় ঘোষণা করেছেন আদালত। দেশের বিচার ব্যবস্থাপনায় এমন ঘটনা এটিই প্রথম।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় মহানগর হাকিম আদালতের বিচারক মোহাম্মদ আতিকুস সামাদ এ রায় ঘোষণা করেন।

মাদক মামলার রায়ে আসামীকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাস কারাদণ্ড দেয়া হয়। 

এর আগে ২১ অক্টোবর অভিযোগ গঠনের পর ২২ অক্টোবর ছয়জনের সাক্ষ্য গ্রহণ করা হয় এবং ২৫ অক্টোবর বাদী-বিবাদী পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ রায় ঘোষণার দিন ঠিক করা হয়।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাহারা ইরানী পিয়া রায় ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় বলেন, দেশের কোনো আদালতে মাত্র তিন কার্যদিবসে মামলার রায় এটিই প্রথম। তিন কার্যদিবসের মধ্যে বিচারকাজ সম্পন্ন সম্ভব, এই রায়ের মাধ্যমে তারই প্রমাণ হয়েছে।

২০১৯ সালের ১৩ ডিসেম্বর লবণচোরা থানার মুক্তার হোসেন সড়ক থেকে ৩০ গ্রাম গাঁজা ও বেশ কয়েকটি ইয়াবাসহ সম্রাট নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সম্রাটকে আসামী করে লবনচোরা থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়। এ বছরের ২১শে অক্টোবর সম্রাটকে আসামী করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

এস এ/ওআ