ন্যাভিগেশন মেনু

গাজীপুরে পোশাককর্মীদের টিকা দেওয়া হবে রবিবার থেকে


গাজীপুরে রবিবার (১৮ জুলাই) সকাল থেকে প্রথম পর্যায়ে কোনও রেজিস্ট্রেশন ছাড়াই শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র দেখে চারটি পোশাক তৈরি কারখানার শ্রমিকদের করোনা টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান।

শনিবার (১৭ জুলাই) তিনি এই তথ্য নিশ্চিত করে জানান, রবিবার সকালে গাজীপুরে পোশাককর্মীদের করোনার টিকাদান কার্যক্রম উদ্বোধন করা হবে। 

তিনি বলেন, প্রাথমিকভাবে গাজীপুর মহানগরের তুসুকা ডেনিম, তুসুকা ট্রাউজার, স্প্যারো অ্যাপারেলস ও রোজভ্যালি নামে চারটি পোশাক কারখানার শ্রমিকদের (যাদের বয়স কমপক্ষে ১৮ বছর) এই টিকা দেওয়া হবে।

গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের টিকাদান কর্মসূচি (ইপিআই) সুপার মো. আমজাদ হোসেন সংবাদমাধ্যমকে জানান, চারটি কারখানা থেকে শ্রমিকদের এনআইডি নম্বরের তথ্য সংগ্রহ করা হয়েছে। রবিবার সকালে ওইসব কারখানায় গিয়ে তালিকা মিলিয়ে শ্রমিকদের করোনার টিকা দেওয়া শুরু হবে।

এরমধ্যে তুসুকা ডেনিম ও তুসুকা ট্রাউজার কারখানায় ৬ হাজার ২০০ জনের, স্প্যারো পোশাক কারখানার ৪ হাজার এবং রোজভ্যালি কারখানার ২ হাজার ৭০০ শ্রমিকের তালিকা পাওয়া গেছে। 

গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা করোনা নিয়ন্ত্রণ কমিটির আহ্বায়ক এসএম তরিকুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, 'স্বাস্থ্য অধিদপ্তরের সম্মতি নিয়ে রবিবার থেকেই গাজীপুরে টিকাদান কর্মসূচি শুরু করা হচ্ছে। ঈদের আগে ১৯ জুলাই পর্যন্ত এ কার্যক্রম চলবে। পরে পোশাক কারখানা ছাড়াও অন্যন্য কারখানার শ্রমিক-কর্মকর্তা-কর্মচারীদের এই টিকার আওতায় আনা হবে।'

করােনাভাইরাসে গাজীপুর জেলায় এখন পর্যন্ত ২৯২ জনের মৃত্যু হয়েছে আর আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৩৯৩ জন।

এডিবি/