ন্যাভিগেশন মেনু

গুয়াতেমালায় কংগ্রেস ভবনে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা


মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালায় বাজেট অনুমোদনের বিরুদ্ধে বিক্ষোভের সময় দেশটির কংগ্রেস ভবনে ঢুকে ভবনের একটি অংশে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা।

তারা দেশটির প্রেসিডেন্ট আলেহান্দ্রো গিয়ামাত্তেই এর বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় সংকোচনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিলেন।

পরে দাঙ্গা পুলিশ বিক্ষোভকারীদর ছত্রভঙ্গ করে দেয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

প্রায় দশ মিনিট ধরে চলা অগ্নিসংযোগ ও ভাঙচুরের সময় গুয়াতেমালা শহরে অবস্থিত কংগ্রেস ভবনটি ফাঁকা ছিলো।পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় সময় গত বুধবার রাতে কংগ্রেসের অনুমোদিত বাজেটের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভে নামেন শত শত মানুষ।

বিরোধীরা বলছেন, বাজেটে বৃহৎ অবকাঠামো প্রকল্পগুলোকে অগ্রাধিকার দেয়া হয়েছে। এসব প্রকল্প চালাচ্ছেন সরকার ঘনিষ্ঠরা। অথচ সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে মহামারির প্রভাবকে গুরুত্ব দিচ্ছে না সরকার।

এ ছাড়া শিক্ষা ও স্বাস্থ্য খাতে তহবিল কমানোয় বিক্ষোভকারীরা ক্ষুব্ধ।

এক ট্যুইটে প্রেসিডেন্ট গিয়ামাত্তেই জানান, যারা এই অপরাধী তৎপরতায় জড়িত বলে প্রমাণিত হবে, তাদের শাস্তি দেওয়া হবে।

এডিবি/