ন্যাভিগেশন মেনু

গৌরনদীতে অগ্নিকাণ্ডে ১২ দোকান ভস্মীভূত


বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী গৌরনদী বন্দরের মন্দির গলিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সিমেন্ট, লেপ-তোষক, প্রসাধনী, হার্ডওয়ার, টিনের দোকানসহ বিভিন্ন সামগ্রীর ১২টি দোকান ভস্মীভূত হয়েছে। শনিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত। অগ্নিকাণ্ডের সংবাদ ছড়িয়ে গেলে তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীসহ শত শত মানুষ এসে আগুন নেভানোর কাজে যুক্ত হন।

অপরদিকে ৯৯৯-এ ফোন করলে গৌরনদী ও উজিরপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এবং বরিশালের একটি ইউনিট দুই ঘন্টাব্যপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বরিশাল ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. বেলাল উদ্দিন বলেন, 'সংবাদ পেয়ে আমরা গৌরনদী ও উজিরপুর থেকে দুটি ইউনিট এবং বরিশাল থেকে একটি ইউনিটসহ তিনটি ইউনিট ঘটনাস্থলে যেয়ে প্রায় দুই ঘন্টার অভিযানে আগুন নিয়ন্ত্রণে এনেছি। তবে কি কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং ভস্মীভূত ১২টি দোকানের ক্ষয়ক্ষতি পরিমান কতো, তা এ মূহুর্তে বলতে পারবো না। তদন্ত কমিটি ঘটনপূর্বক ওই কমিটির তদন্ত রিপোর্ট আসার পরই বলতে পারবো।'

এইচএমএল/এডিবি/