ন্যাভিগেশন মেনু

ঘাম ঝড়িয়ে স্বস্তির জয় পেল আবাহনী


২০ ওভারে মাত্র ১৩১ রানের লক্ষ্যে নেমে ১ বল বাকি থাকতে ১ উইকেটে জয় নিশ্চিত করেছে আবাহনী।

সোমবার (২১ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে ওপেনার সৌম্য সরকার ও মুমিনুল হকের ব্যাটে ভর করে ১৩০ রান করে গাজী গ্রুপ।

ঢাকা লিগের শীর্ষে থাকা আবাহনী লিমিটেড মামুলি রানেই ম্যাচ জিততে বেশ ধুকেছে। জয়ের পথে হাঁটতে থাকা আবাহনীর লাগাম টেনে ধরেন মাহমুদউল্লাহ। ৩ ওভারে যখন ২৭ দরকার আবাহনীর। ক্রিজে ছিলেন দুই সেট ব্যাটসম্যান শান্ত-আফিফ। এমন মুহূর্তে বোলিংয়ে এসে পরপর দুই বলে আফিফ-সাইফকে ফিরিয়ে দিয়ে খেলার রং বদলান তিনি।

পরের ওভারেই আবাহনীর জয়ের ভিত গড়া শান্তকে বোল্ড করে ম্যাচের মোড় আরও ঘুরিয়ে দিলেন মুকিদুল ইসলাম মুগ্ধ। ৪৯ বলে ৪টি চার ও ২টি ছয়ে খেলেন ৫৮ রানের ইনিংস। এ জন্য ম্যাচ সেরার পুরস্কারও তার হাতে ওঠে।

আবাহনীর শেষ ওভারে দরকার ছিল ৯ রান। নাসুমের করা দ্বিতীয় বলে ৪ মেরে ম্যাচের নাটাই নিজেদের দিকে নিয়ে আসেন রানা। পরের বলে অবশ্য ২ রান নিতে গিয়ে ফেরেন সাজঘরে। তবে জয়ের পথে তা বাধা হয়নি। জয়সূচক রান আসে তানজীম হাসান সাকিবের ব্যাট থেকে। স্বস্তির নিশ্বাস ছাড়ে আবাহনী।

গাজী গ্রুপের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন মুগ্ধ। ২টি করে উইকেট নেন মাহেদী হাসান ও মাহমুদউল্লাহ। এই জয়ে আবাহনীর শীর্ষস্থান আরও পাকাপোক্ত হলে। ১৩ ম্যাচে তাদের পয়েন্ট ২০। ১ ম্যাচ কম খেলে ১৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে গাজী গ্রুপ।

এমআইআর/ওআ