ন্যাভিগেশন মেনু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ ছাত্রসহ ছয়জন কোয়ারেন্টাইনে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২ ছাত্রসহ ছয়জনকে করোনা সন্দেহে চট্টগ্রামের ফৌজদারহাট আইসোলেশন সেন্টারে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

রবিবার (২৫ মার্চ)  দিবাগত রাত ২টায় চবির একটি আবাসিক হল থেকে ইতালি ফেরত একজনসহ করোনা সন্দেহে চার বহিরাগতকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদের উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহীদ আব্দুর রব হলের ৩২০ নম্বর কক্ষ থেকে তাদের উদ্ধার করা হয়।

প্রক্টরিয়াল বডি জানায়, গত ৫ মার্চ ইতালি থেকে ফেরেন দস্তগীর হোসাইন মাহফুজ নামে ওই যুবক। বিমানবন্দরের কোনো চেকআপ না করিয়ে সরাসরি বিশ্ববিদ্যালয়ে চলে যান তিনি।

তার সঙ্গে আসে নিজ এলাকার আরও তিন বন্ধু। তারা সাজেক ভ্রমণের জন্যই মূলত চট্টগ্রাম এসেছিলেন। বেশ কিছুদিন ধরে বিশ্ববিদ্যালয়ের আবদুর রব হলের ওই কক্ষে অবস্থান করছিলেন তারা। আর তাদের নিয়ে আসেন শাহনেওয়াজ নামে বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি তাদের উদ্ধার করে তাৎক্ষণিক কোয়ারেন্টাইনে পাঠায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম মুনিরুল হাসান বলেন, তাৎক্ষণিকভাবে ওই ছয়জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছ। যে শিক্ষার্থী তাদের বিশ্ববিদ্যালয়ের হলে নিয়ে এসেছে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সবাইকে নিজেদের স্বার্থে সচেতন থাকতে হবে বলেও জানান তিনি।

সিবি/এডিবি

আজকের বাংলাদেশ পোস্টে আরো পড়ুন: