ন্যাভিগেশন মেনু

চলে গেলেন ব্রিটিশ সাংবাদিক রবার্ট ফিস্ক


খ্যাতিমান ব্রিটিশ সাংবাদিক, দ্য ইন্ডিপেনডেন্ট এর মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি রবার্ট ফিস্ক মারা গেছেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গত শুক্রবার নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে ফিস্ককে ডাবলিনের সেন্ট ভিনসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।

রবিবার (১ নভেম্বর) দ্য আইরিশ টাইমস রবার্ট ফিস্কের মৃত্যুর বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।

রবার্ট ফিস্ক মধ্যপ্রাচ্যে সংবাদ সংগ্রহের জন্য বেশি পরিচিত ছিলেন। তিনি ১৯৭০ সাল থেকে মধ্যপ্রাচ্য নিয়ে রিপোর্টিং করে আসছিলেন। মধ্যপ্রাচ্য নিয়ে প্রতিবেদন করে তিনি বহু পুরস্কার লাভ করেছেন। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং পশ্চিমা পররাষ্ট্র নীতির কড়া সমালোচনা করায় তাকে নিয়ে বিতর্ক রয়েছে।

রবার্ট ফিস্ক গত পাঁচ দশক ধরে যুক্তরাজ্যের পত্রিকাগুলোর জন্য মধ্যপ্রাচ্য ছাড়াও বলকান ও উত্তর আফ্রিকার বিভিন্ন যুদ্ধের সংবাদ সংগ্রহ করেছেন। তিনি ১৯৪৬ সালে ইংল্যান্ডের কেন্টের মেইডস্টোনে জন্মগ্রহণ করেন। পরে তিনি আইরিশ নাগরিকত্ব গ্রহণ করে। ডাবলিনের উপকণ্ঠে ডালকিতে তার বাড়ি রয়েছে।

ওআ/