ন্যাভিগেশন মেনু

চাটমোহরের ২৮৪ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে ১২ সেপ্টেম্বর


পাবনার চাটমোহরে করোনা মহামারির কারণে দীর্ঘ প্রায় দেড় বছর ছুটির পর ২৮৪ শিক্ষা প্রতিষ্ঠান খুলছে রবিবার (১২ সেপ্টেম্বর)। এখন থেকে এক সপ্তাহ আগে প্রায় ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যার পানি উঠেছিল। সপ্তাহব্যাপী বন্যার পানি কমায় এখন সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠানই খোলার উপযোগী অবস্থায় আছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মাহবুবুর রহমান জানান, ‘চাটমোহরে ১৫৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এরমধ্যে কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যার পানি উঠেছিল। আমরা শংকায় ছিলাম প্রতিষ্ঠানগুলো খুলতে পারবো কি-না। কিন্তু গত প্রায় এক সপ্তাহ যাবৎ বন্যার পানি কমছে। এখন সকল বিদ্যালয় খোলার উপযোগী অবস্থায় আছে। সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে ক্লাস পরিচালনা করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছি।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মগরেব আলী জানান, ‘চাটমাহরে নিম্নমাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা, উচ্চ মাধ্যমিক স্তরের কলেজ ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ৮৭টি। এরমধ্যে কয়েকটি প্রতিষ্ঠানে বন্যার পানি উঠলেও এখন পানি নেমে গেছে। তাই প্রতিষ্ঠানগুলো খোলা নিয়ে শংকার আর কোন কারণ নেই। আমি এমন কিছু বিদ্যালয় পরিদর্শন করেছি। রবিবার (১২ সেপ্টেম্বর) সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে।’

খোঁজ নিয়ে জানা গেছে, চাটমোহরে ৪২টি কিন্ডারগার্টেন রয়েছে। এ ব্যাপারে আন্তঃজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জানান, 'আমার জানামতে সকল কিন্ডারগার্টেন খোলার উপযোগী রয়েছে। আমরা ইতোমধ্যে স্কুলগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। আশাকরছি যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয় পরিচালনা করতে পারবো।

আইকেআর/এমআইআর/এডিবি/