ন্যাভিগেশন মেনু

চাটমোহরে প্রবাসী সালামের মরদেহের অপেক্ষায় স্বজনরা


পাবনার চাটমোহরের বিলচলন ইউনিয়নের সোনাহারপাড়া গ্রামের আব্দুস সালাম সংসারে স্বচ্ছলতার আশায় ১৯৯৯ সালে সৌদি আরব পাড়ি জমান। সেই থেকে প্রায় ২২ বছর যাবত সৌদি আরবের বিভিন্ন কোম্পানিতে কাজ করতেন তিনি। গত সোমবার (১৩ সেপ্টেম্বর) সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

সালামের পরিবারের লোকজন জানায়, গত সোমবার সকাল থেকে পরিবারের লোকজন বারবার তার সাথে যোগাযোগের চেষ্টা করলে ও ফোন রিসিভ না হওয়ায় দুশ্চিন্তায় পরেন তারা। রাতে খবর পান হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আব্দুস সালাম।

আব্দুস সালামের ছেলে শামীম জানান, 'প্রায় সাড়ে তিন বছর আগে বাংলাদেশে এসেছিলেন আমার বাবা। সোমবার রাতে জানতে পারি বাবা আর বেঁচে নেই। বাবা যে কোম্পানিতে কাজ করতেন সে কোম্পানির মালিক হাসান গতকাল আমাদের জানিয়েছেন বাবার লাশ মর্গে রাখা আছে। পোস্টমর্টেম রিপোর্ট পাবার পর হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশের মাধ্যমে বাবার লাশ কোম্পানির মালিকের কাছে হস্তান্তর করবে। তখন যত দ্রুত সম্ভব কোম্পানির মালিক লাশটি বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করবে।'

তিনি বলেন, 'আমরা এখন বাবার লাশ পাওয়ার অপেক্ষায় আছি। প্রবাস জীবনে বাবা দেশে রেমিটেন্স পাঠিয়েছেন, দেশে এসেছেন, আবার পাড়ি জমিয়েছেন সৌদি আরব। এবার কবে নাগাদ বাবা আসবে জানি না আমরা।'

আইকেআর/সিবি/এডিবি/