ন্যাভিগেশন মেনু

চাটমোহরে ২৪ ঘন্টায় দুই মরদেহ উদ্ধার


পাবনার চাটমোহরে গত ২৪ ঘন্টায় পৃথক স্থান থেকে দুইটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২১ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের গৌড়নগর গ্রামের পাশের গুমানি নদী থেকে অজ্ঞাত এক কিশোরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার (২০ আগস্ট) দুপুরে থানা পুলিশ চাটমোহর-মান্নান নগর সড়কের একটি ব্রিজের পাশে বিল থেকে ইমন (১৬) নামে নিখোঁজ অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ‘আজ সকালে নিমাইচড়া ইউনিয়নের গৌড়নগর বায়তুল ইব্রাহিম নতুন জামে মসজিদ সংলগ্ন ঘাটে গুমানী নদীতে একটি অর্ধগলিত মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহটি পচে-গলে বিকৃত হয়ে গেছে। তার নাম পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয়দের ধারণা আনুমানিক ১২/১৩ বছর বয়সি কোনও কিশোরীর মরদেহ এটি।’

এর আগে শুক্রবার (২০ আগস্ট) চাটমোহর-মান্নান নগর সড়কের দরাপপুর গ্রামের পাশের একটি ব্রিজের কাছে বিলের পানিতে ভাসমান অবস্থায় নিখোঁজ অটো চালক ইমনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত মরদেহটি রশি দিয়ে হাত-পা বাঁধা ছিল। এ ঘটনায় শুক্রবার একটি মামলা হয়। পুলিশ শুক্রবার রাতভর অভিযান চালিয়ে ইমন হত্যায় জড়িত ৪ জনকে আটক করেছে। আটককৃতদের দেওয়া তথ্য মতে সিরাজগঞ্জের উল্লাপাড়া এলাকা থেকে ছিনতাইকৃত অটোটিও উদ্ধার করা হয়।

আইকেআর/এমআইআর/এডিবি/