ন্যাভিগেশন মেনু

চামড়ার বিকল্প বাজার খোঁজা হচ্ছে


নভেল করোনাভাইরাসের সূতিকাগাড় চিনের উহানে। এই মরণব্যাধি করোনা ভাইরাস ব্যাপক হারে ছড়িয়ে পরার ফলে দেশীয় চামড়া শিল্প অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে।

সেজন্য সরকার বিকল্প বাজার অনুসন্ধান করছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চামড়া শিল্পের উন্নয়নে সুপারিশ প্রদান ও কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে গঠিত টাস্কফোর্সের প্রথম সভা শেষে তিনি এ কথা বলেন।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, দেশীয় চামড়া শিল্পের স্বার্থে ট্যানারিগুলোকে রক্ষা করতে হবে। সবার স্বার্থ রক্ষায় যা করণীয় সরকার সেটিই করবে।

একইসঙ্গে আসন্ন কোরবানির চামড়া যথাযথভাবে সংগ্রহ ও সংরক্ষণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।

টাস্কফোর্সের সভায় কোরবানির সময় চামড়া সংক্রান্ত সমস্যাগুলো নিয়ন্ত্রণে সবাইকে পারস্পরিক আস্থা বজায় রেখে একসঙ্গে কাজ করার আহ্বান জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

ওয়াই এ / এস এস