ন্যাভিগেশন মেনু

টেস্ট র‍্যাংকিংয়ে সেরা চারে সাকিব


নিষেধাজ্ঞার আগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট অলরাউন্ডার র‍্যাংকিংয়ে তিন নম্বর অবস্থানে ছিলেন সাকিব আল হাসান। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠার পর তালিকাটির প্রথম হালনাগাদে তার অবস্থান চার নম্বরে। অর্থাৎ চার থেকে টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব।

নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট শেষে সোমবার (৭ ডিসেম্বর) সবশেষ র‍্যাংকিং প্রকাশ করে আইসিসি। সেখানে সাকিবের রেটিং পয়েন্ট ছিল ৩৬৬।

হ্যামিল্টন টেস্টে খুব একটা ভালো করতে পারেননি উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। ফলে শীর্ষস্থান হারিয়েছেন তিনি। শীর্ষে উঠে এসেছেন বেন স্টোকস। এর আগে ইংলিশ অলরাউন্ডারের চেয়ে ১ পয়েন্টে এগিয়ে শীর্ষে ছিলেন হোল্ডার। বর্তমানে ১২ পয়েন্ট এগিয়ে আছেন স্টোকস। তার পয়েন্ট ৪৪৬, হোল্ডারের ৪৩৪। এছাড়া ৩৯৭ পয়েন্ট নিয়ে তিনে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা।

জুয়াড়ির প্রস্তাব গোপন রাখার অভিযোগে গত বছরের ২৮ অক্টোবর সবধরণের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হন সাকিব। র‍্যাংকিংয়ের নিয়ম অনুযায়ী কোনো ক্রিকেটার এক বছর বা আরো বেশি সময় নিষিদ্ধ হলে তাকে র‍্যাংকিংয়ের বাইরে রাখা হয়। ফলে ক্রিকেটের তিন সংস্করণেই র‍্যাংকিং থেকে সাকিবের নাম কাটা পড়ে।

নিষেধাজ্ঞা থেকে ফেরার পর ওয়ানডে র‍্যাংকিংয়ের প্রথম হালনাগাদেই অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থানে ফেরেন সাকিব। এছাড়া টি-২০ র‍্যাংকিংয়ের প্রথম হালনাগাদে আগের দ্বিতীয় অবস্থানে থেকে ফেরেন তিনি।

টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে সাকিব আছেন ৩৭তম স্থানে। বাংলাদেশি ব্যাটসম্যানদের মাঝে সবার ওপরে আছেন মুশফিকুর রহিম। তার অবস্থান ১৮তম। অন্যদিকে বোলারদের র‍্যাংকিংয়ে ২২তম স্থানে থাকা সাকিবই বাংলাদেশিদের ভেতর সবার ওপরে। ২৬তম স্থান নিয়ে তার পরই আছেন আরেক স্পিনার তাইজুল ইসলাম।

এমআইআর/ওআ