ন্যাভিগেশন মেনু

‘ঢাকা উত্তরের সব ওয়ার্ডে হবে মিনি ফায়ার স্টেশন’


ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সব ওয়ার্ডে একটি করে মিনি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

রবিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রীর দপ্তরে ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এসট্রাপ পিটারসেন সাক্ষাৎ করতে এলে সাক্ষাৎ শেষে মন্ত্রী সাংবাদিকদের কাছে এ কথা জানান।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘ঢাকায় অনেক রাস্তা সরু। কোনো ভবনে আগুন লাগলে সহজেই ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে পারে না। প্রতিটি ওয়ার্ডে মিনি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ করলে অগ্নিকাণ্ডের ঘটনা থেকে ক্ষয়-ক্ষতি কিছুটা কমানো যাবে। সহজেই আগুন নিয়ন্ত্রণ সম্ভব হবে। মিনি ফায়ার স্টেশনে মোটরসাইকেলে করেও তাৎক্ষণিকভাবে অগ্নিনির্বাপণ করা সম্ভব। সে জন্য আমি ব্যক্তিগতভাবে আগ্রহ প্রকাশ করেছি এবং উত্তর সিটি করপোরেশনের ৩৬টি ওয়ার্ডে প্রাথমিকভাবে এটি করার জন্য একটি সিদ্ধান্ত নিয়েছি। সে জন্য তাদের সঙ্গে একটি চুক্তিও স্বাক্ষর হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘সমঝোতা স্মারক অনুযায়ী ডেনমার্ক আমাদের লোকদের ট্রেনিং দেবে বিনামূল্যে, তাদের টাকায়। কিন্তু এখানে যে মিনি ফায়ার স্টেশন হবে সেগুলোর ৮৫ শতাংশ অর্থ তারা ঋণ দেবে। ইতোমধ্যে আমাদের অফিসিয়াল ফরমালিটিজ কমপ্লিট হয়েছে। আমরা চেষ্টা করব দ্রুততার সাথে করার জন্য। মিনি ফায়ার স্টেশন কত বছর মেয়াদি সেটি নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। আমরা দ্রুততার সাথে করার চেষ্টা করব।’

আবাসিক এলাকায় ফায়ার হাইড্র্যান্ট স্থাপনের পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ফায়ার হাইড্র্যান্ট তো আলাদা বিষয়। যখনই বাড়ি তৈরি করবে তখনই আলাদা কম্পোনেন্ট হিসেবে ফায়ার হাইড্র্যান্ট রাখার কথা। আগে এগুলো সিরিয়াসভাবে দেখা না হলেও এখন ভবন নির্মাণের ক্ষেত্রে মন্ত্রণালয় থেকে এ কম্পোনেন্টগুলো রাখার জন্য বলা হচ্ছে।’

ওআ/