ন্যাভিগেশন মেনু

সুজানগরে পেঁয়াজের দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে ফুল!


পাবনার সুজানগরে কদর বেড়েছে নতুন মূলকাটা পেঁয়াজ ফুলের। পুরাতন পেঁয়াজ যেখানে বিক্রি হচ্ছে বর্তমানে ৩৫ থেকে ৪০টাকা কেজি দরে, সেখানে উপজেলা বিভিন্ন হাট-বাজারে নতুন উঠতে শুরু করা পেঁয়াজ ফুল বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে।

ব্যাপক চাহিদা থাকায় ব্যবসায়ীরা মাঠে গিয়েই কৃষকদের কাছ থেকে কিনছেন এই নতুন পেঁয়াজ ফুল। 

উপজেলার ভবানীপুর গ্রামের কৃষক মোফাজ্জল হোসেন বলেন, কয়েকবছর আগেও গ্রামের মানুষ এই পেঁয়াজ ফুল ফেলে দিতো। কিন্তু বর্তমানে ব্যাপক চাহিদা থাকায় এই পেঁয়াজ ফুল বিক্রি করে এ অঞ্চলের কৃষকরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন।

স্থানীয় পেঁয়াজ ফুল ব্যবসায়ী আব্দুল লতিফ জানান, তারা কৃষকদের কাছ থেকে এই ফুল কিনে সিলেট, খুলনা, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করে থাকেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ময়নুল হক সরকার জানান, এখানকার পেঁয়াজ ফুলের ব্যাপক চাহিদা রয়েছে দেশের বিভিন্ন জেলায়। আর  উত্তরবঙ্গের সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদনকারী সুজানগর উপজেলায় এবার ২ হাজার ১৫০ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। আগামী ১৫-২০ দিনের মধ্যেই নতুন পেঁয়াজ উঠতে শুরু করবে।

এআর/এডিবি