ন্যাভিগেশন মেনু

চোখের ফোলাভাব দূর করার কিছু টিপস


প্রতিটি মানুষেরেই ক্লান্তি অবসাদ থেকেই থাকে। আর এই ক্লান্তি অবসাদ দেখা যায় চোখে। চোখের নীচে কালো দাগ ও ফোলাভাবে সহজেই ক্লান্তি ধরা পড়ে।

তবে চোখের নীচে কালো ও ফোলা ভাব আমাদের সৌন্দর্য নষ্ট করে দেয়। চোখের নীচে ফোলা থাকলে বা কালো লাগলে তুলনামূলক বয়স্কও দেখায়।

চলুন জেনে নেওয়া যাক কীভাবে চোখের ফোলা ও কালো দাগ দূর করা যায়-

১) শসা:

চোখের নীচের ফোলাভাব দূর করার জন্য শসা বেশ উপকারী। ঠাণ্ডা করা দুই স্লাইস শসার টুকরো চোখের উপর রেখে ২৫ মিনিট অপক্ষা করুন।

২) ঠাণ্ডা টি-ব্যাগ:

ব্যবহৃত বা অব্যবহৃত দুই ধরণের টি-ব্যাগই ব্যবহার করা যায়। সরাসরি ঠাণ্ডা পানিতে টি-ব্যাগ চুবিয়ে সেটি ব্যবহার করতে পারেন আবার ব্যবহৃত টি-ব্যাগ ফ্রিজে রেখে ঠাণ্ডা করেও ব্যবহার করতে পারেন।

৩) ডিমের সাদা অংশ:

ডিমের সাদা অংশ ফেটিয়ে বা বিট করে শক্ত ফোম করে নিতে হবে। এরপর ব্রাশের সাহায্যে চোখের চারপাশে লাগিয়ে মিনিট বিশেক অপেক্ষা করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৪) আলু:

কাঁচা আলু পাতলা করে কেটে ফ্রিজে রেখে ঠাণ্ডা করুন। তারপর বন্ধ চোখের উপর রেখে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করতে হবে। চোখের ফোলাভাব অনেকটাই কমে যাবে।

৫) ঠাণ্ডা দুধ:

আপনার চোখ যদি সবসময়ই ফুলে থাকে তাহলে ঠাণ্ডা দুধ আপনার জন্য দারুণ উপকারী। ফ্রিজে রেখে ঠাণ্ডা করা দুধে তুলোর বল ভিজিয়ে চোখে দিয়ে ২০ থেকে ৩০ মিনিট বিশ্রাম নিন।

৬) তেলের ব্যবহার:

একটা বাটিতে ঠাণ্ডা পানি নিয়ে তাতে কয়েক ফোঁটা ভিটামিন-ই তেল দিয়ে ভালো করে মেশান। তুলার বল ভিজিয়ে চোখে রেখে বিশ মিনিট অপেক্ষা করে তুলে ফেলুন।

৭) গ্রিন টি ব্যাগ:

ক্যামোমাইল বা গ্রিন টি ব্যাগ ঠাণ্ডা পানিতে ভিজিয়ে চোখে রেখে ১০ থেকে ১৫ মিনিট বিশ্রাম নিন।

৮) পানি পান করুন:

সারাদিন যতোটুকু সম্ভব পানি পান করুন। শরীরে পর্যাপ্ত পানি গেলে তা ফোলাভাব কমায়।

সিবি/এডিবি