ন্যাভিগেশন মেনু

জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলিযুদ্ধে ৪ জঙ্গি নিহত


ভারতের জম্মু ও কাশ্মীরের নাগরোটা টোলপ্লাজায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলিযুদ্ধে ৪ জঙ্গি নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দুই সেনা আহত হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল।

এ ঘটনার পরপরই জম্মু-শ্রীনগর হাইওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এলাকা জুড়ে চলছে সার্চ অপারেশন। পুরো এলাকায় হাই অ্যালার্ট জারি হয়েছে।

এ বিষয়ে সিআরপিএফ মুখপাত্র শিবনন্দন সিং জানান, একটি ট্রাকে লুকিয়ে জঙ্গিরা এলাকায় ঢুকছিলো। টোলপ্লাজা পার্কিংয়ে তল্লাশির সময় তারা গুলি চালাতে শুরু করে। মুহূর্তের মধ্যে ট্রাকটিকে ঘিরে ফেলা হয়। এর পর পালটা অভিযান শুরু হয় সুরক্ষা বাহিনীর। প্রায় দু-ঘণ্টা ধরে অভিযান চলে।

এদিকে, জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় বুধবার সন্ধ্যায় এক গ্রেনেড হামলায় কমপক্ষে ১২ জন সাধারণ নাগরিক আহত হয়েছেন। পুলিশের এক কর্মকর্তা জানান, পুলওয়ামার চক কাকাপোরা এলাকায় সুরক্ষা বাহিনীকে লক্ষ্য করেই গ্রেনেড হামলা চালানো হয়েছিল। কিন্তু, তা লক্ষ্যভ্রষ্ট হয়ে রাস্তার উপর ফাটে। তাতেই পথচলতি ১২ জন আহত হয়। জঙ্গিরা এই গ্রেনেড ছুড়েছে বলে পুলিশের সন্দেহ।

এমআইআর/এডিবি