ন্যাভিগেশন মেনু

জাল পাসপোর্টের বিষয়ে যা বললেন রোনালদিনহো


মার্চের শুরুতে জাল পাসপোর্ট ব্যবহার করে প্যারাগুয়েতে ঢুকতে গিয়ে ধরা পড়েন ব্রাজিলের অন্যতম সেরা ফুটবলার রোনালদিনহো গাউচো। সত্যিই পাসপোর্টগুলো জাল হওয়ায় তাৎক্ষণিকভাবে এর বিরোধিতা করেননি রোনালদিনহো।

অপরাধ করায় আদালতের রায়ে ছয় মাসের জেল হয় তার। তবে পুরো ছয় মাস জেলে থাকতে হয়নি তার চলতি মাসে প্রায় ১৪ কোটি টাকা মুচলেকা দিয়ে জামিন নেন রোনালদিনহো ও তার ভাই।

এ বিষয়ে প্যারাগুইয়ান দৈনিক এবিসি কালারকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘জাল পাসপোর্টের ব্যাপারে কিছুই জানেন না তিনি। প্যারাগুয়ের আয়োজকরা তাকে যা দিয়েছে, সেটি নিয়েই গিয়েছিলেন তিনি। বিমানবন্দরে জাল পাসপোর্ট ধরা পড়ার পর তিনি নিজেও অবাক হয়েছিলেন।‘

ব্রাজিলিয়ান এ তারকা বলেন, ‘আমরা পুরোপুরি বিস্মিত ছিলাম যে, আমাদের সঙ্গে থাকা কাগজপত্রগুলো আসল ছিল না। এটা সত্যিই অনেক বড় একটা ধাক্কা ছিল। কখনও ভাবিনি এমন কিছুর মুখোমুখি হতে হবে। সারাজীবন আমি আমার খেলার ব্যাপারে সৎ এবং পেশাদার থাকার চেষ্টা করেছি। মনের আনন্দেই খেলেছি।’

তিনি আরও বলেন, ‘আমরা আশা করছি খুব দ্রুতই প্যারাগুয়ের বিচার ব্যবস্থা সবকিছু আমলে নেবে এবং আমাদের অবস্থান বিবেচনা করে নিশ্চিত করবে যে কবে নাগাদ এই অবস্থা থেকে মুক্তি পাবো।’

এমআইআর/ এডিবি