ন্যাভিগেশন মেনু

বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটে সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে হবে: ডিএমপি কমিশনার


বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে সবাইকে সতর্কতার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম।

শনিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে আয়োজিত ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, আমাদের সামনে বড় দুইটি উৎসব বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট। এ উৎসব উপলক্ষে সবাইকে সতর্কতার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, বিশ্বজুড়ে চলছে করোনার দ্বিতীয় ঢেউ চলছে। এ সময় যতোটা সম্ভব জনসমাগম এড়িয়ে সতর্কভাবে দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, ঢাকা মহানগরীতে যতোগুলো ভাস্কর্য আছে, সেগুলো যাতে কেউ বিনষ্ট করতে না পারে, সে দিকে আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রয়োজনে সাদা পোষাকে নিরাপত্তা ও সিসিটিভির ব্যবস্থা করার উপর জোর প্রদান করেন ডিএমপি কমিশনার।

নভেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত করা হয়।

এডিবি/