ন্যাভিগেশন মেনু

কক্সবাজারে করোনা ও যানজট মোকাবেলায় পুলিশের অভিযান


করোনাভাইরাস রোধে জনগণকে সচেতন করা ও যানজট নিরসনে কক্সবাজার জেলা পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে।

সোমবার (৭ ডিসেম্বর) সকাল থেকে কক্সবাজার শহরের প্রবেশ মুখ থেকে শুরু করে ১০টি পয়েন্টে জেলা পুলিশের বিশেষ অভিযান শুরু হয়।

শীতের আগমনের সাথে সাথে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে বাংলাদেশে। আর কক্সবাজার পর্যটন এলাকা হওয়ায় এখানে করোনার ঝুকি অনেক বেশী তাই রাস্তায় চলাচলরত যানবাহনের চালক ও যাত্রীদের মাস্ক পরা নিশ্চিত করতে পাশাপাশি তাদেরকে সচেতন করতে এই অভিযান পরিচালনা করা হয়।

একইসঙ্গে যানবাহনের বৈধ কাগজপত্র চালকদের ড্রাইভিং লাইসেন্স ও পরীক্ষা করা হয়। এ সময় তাদেরও সতর্ক করার পাশপাশি বেশ কিছু যানবাহন জব্দ করা হয়।

কক্সবাজার পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান জানান, সোমবার সকাল থেকে কক্সবাজার জেলা পুলিশের বিশেষ দল, কক্সবাজার শহরের প্রবেশমুখ লিংক রোড, বাস টার্মিনাল, কলাতলী মোড়, সুগন্ধা পয়েন্ট, হলিডে মোড়, লালদীঘির পাড়, বাজারঘাটাসহ ১০ পয়েন্টে বিশেষ অভিযান শুরু করে। এই পয়েন্টগুলোতে চলাচলরত যানবাহনগুলোর চালক ও যাত্রীরা মাস্ক পরিধান করেছে কি-না, পাশাপাশি তাদের বৈধ কাগজপত্র আছে কি-না তা পরীক্ষা করা হয়। এ সময় বেশ কিছু যানবাহন থেকে হাইড্রোলিক হর্ণ খুলে নেওয়া হয়।

তিনি আরও বলেন, 'করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। কক্সবাজার একটি পর্যটন এলাকা। এখানে প্রতিদিন পর্যটকরা আসছেন। তাই কক্সবাজারের বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখে জেলা পুলিশ বিশেষ অভিযান শুরু করেছে। করোনার ব্যাপারে মানুষকে সচেতন করার পাশাপাশি আমরা শহরকে যানজটমুক্ত রাখতে এ বিশেষ অভিযান শুরু করলাম।'

শুরু হওয়া এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশ সুপার। কক্সবাজার শহরকে যানজটমুক্ত রাখতে তিনি কক্সবাজারবাসীর সহযোগিতা কামনা করেন।

সিবি/এডিবি