ন্যাভিগেশন মেনু

চিকিৎসকসহ লোকবল সঙ্কটে পাবনা জেনারেল হাসপাতাল


পাবনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও লোকবল সংকটের কারণে কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এ জেলার মানুষ। উন্নত চিকিৎসার জন্য জেলার বাইরে ছুটতে হয় রোগীদের। ফলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন পাবনাবাসী।

হাসপাতাল সূত্রে জানা গেছে, পাবনা জেনারেল হাসপাতালে মঞ্জুরীকৃত পদের সংখ্যা ৩২৮টি। এর মধ্যে ৫৮ জন চিকিৎসকের পদ থাকলেও ১৭টি চিকিৎসকের পদ খালি রয়েছে। দীর্ঘদিন শুন্য থাকায় এসব পদে জোড়াতালি দিয়ে রোগীদের সেবা প্রদান করা হচ্ছে। ফলে কাঙ্খিতমানের চিকিৎসা পাচ্ছেন না রোগীরা।

এছাড়া দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদ শুন্য আছে ২৩টি। কর্মচারী সঙ্কটের কারণে একজনের কাজ আরেকজনকে দিয়ে করানো হচ্ছে।

এ ব্যাপারে পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক (এডি) মোঃ আইয়ুব হোসেন বলেন, হাসপাতালে বিভিন্ন বিভাগে সিনিয়র কনসালটেন্ট প্রয়োজন। বিশেষ করে হাসপাতালে চর্ম ও যৌন রোগ চিকিৎসক নেই দীর্ঘদিন ধরে। পাবনা মেডিকেল কলেজের চিকিৎসকদের সহযোগিতায় রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে প্রায় ৬ কিলোমিটার দূরে অবস্থিত পাবনা মেডিকেল কলেজ থেকে ডাক্তারদের পাবনা জেনারেল হাসপাতালে আসাটাও বেশ ব্যয়বহুল।

তিনি জানান, হাসপাতালের চিকিৎসকসহ বিভিন্ন শুন্যপদ পূরণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এই সমস্যা সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কেএস/ ওয়াই এ/এডিবি