ন্যাভিগেশন মেনু

জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর জেল-জরিমানা


চুয়াডাঙ্গার জীবননগরে মাসুদ রানা (৩০) নামে এক মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হয়েছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই মাদকসেবীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত জানতে পারেন জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের শাখারিয়া গ্রামের আনিসুর রহমানের ছেলে মাসুদ রানা প্রকাশ্যে গাঁজা সেবন করছে। এ সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত শাখারিয়া গ্রামে উপস্থিত হয়ে গাঁজা সেবন করা অবস্থায় মাসুদ রানাকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে আরও ৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালতের কাছে মাসুদ রানা তার অপরাধ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত তাকে এক হাজার টাকা জরিমানা এবং ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

জীবননগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন।

এসকে/সিবি/এডিবি/