ন্যাভিগেশন মেনু

ঝালকাঠিতে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ


ঝালকাঠির নলছিটি ও রাজাপুর উপজেলার নবনির্বাচিত ১৬টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শপথ নিয়েছেন। 

সোমবার (১২ জুলাই) বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ শপথ অনুষ্ঠিত হয়। 

জেলা প্রশাসক মো. জোহর আলী ইউপি চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান।  শপথ নেওয়ার পরে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক। 

শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মো. কামাল হোসেন, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার ও রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন উপস্থিত ছিলেন।

শপথ নেওয়া নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানরা হলেন - নলছিটি উপজেলার রানাপাশায় মো. শাহজাহান হাওলাদার, ভৈরবপাশায় এ কে এম আবদুল হক, দপদপিয়ায় সোহরাব হোসেন বাবুল মৃধা, সুবিদপুরে মো. আ. গফফার খান, কুশঙ্গলে মো. আলমগীর হোসেন, সিদ্ধকাঠিতে জেসমিন আক্তার, মগরে এনামুল হক শাহীন, মোল্লারহাটে এ কে এম মাহাবুবুর রহমান, কুলকাঠিতে এইচ এম আখতারুজ্জামান বাচ্চু, নাচনমহলে সিরাজুল ইসলাম সেলিম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)। রাজাপুর উপজেলার সদর ইউনিয়নে মো. নজরুল ইসলাম, সাতুরিয়ায় সৈয়দ মইনুল হায়দার নিপু, বড়ইয়ায় মো. সাহাব উদ্দিন হাওলাদার, মঠবাড়িতে মো. শাহজালাল হাওলাদার, শুক্তাগড়ে বিউটি সিকদার ও গালুয়ায় গোলাম কিবরিয়া পারভেজ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)।

তারা প্রত্যেকেই আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছেন।

এএস/এডিবি/