ন্যাভিগেশন মেনু

ঝালকাঠিতে স্বর্ণকিশোরীর ওপর হামলা মামলার আসামী কারাগারে


ঝালকাঠিতে স্বর্ণকিশোরী খেতাবপ্রাপ্ত নাসরিন আক্তার সারার ওপর হামলা ও ইভটিজিং মামলার আসামী স্কাউট সদস্য জুবায়ের আদনানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্নসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক এএসএম তারেক শামস জামিন আবেদন নামঞ্জুর করে জুবায়েরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের বাসিন্দা ও স্কাউট দলের সদস্য জুবায়ের আদনান বেশ কিছুদিন ধরে সারাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো। এতে রাজি না হওয়ায় জুবায়ের তার ওপর ক্ষিপ্ত হয়ে গত ২ অক্টোবর দুপুরে কিশোরীর বড়বোনের বাসায় গিয়ে অতর্কিত হামলা চালায়। মারধরের এক পর্যায়ে কিশোরী জ্ঞান হারিয়ে ফেললে জুবায়ের পালিয়ে যায়। এ ঘটনায় ওইদিনই জুবায়ের আদনানকে আসামী করে থানায় মামলা করে নাসরিন আক্তার সারা।

এ ঘটনায় জুবায়ের আদনাকে গ্রেপ্তারের দাবীতে গত ৮ অক্টোবর ঝালকাঠি সদর থানার সামনে অনশনে বসে নাসরীন আক্তার সারা। পরে পুলিশ আসমীকে গ্রেপ্তারের আশ্বাস দিলে অনশন তুলে নেয় কিশোরী।

 টি এ /ওয়াই এ/এডিবি