ন্যাভিগেশন মেনু

টোকিওতে নিলাম ১২ কোটিতে বিক্রি ২৭৬ কেজির টুনা


ইংরেজি নতুন বছর পড়লেই প্রথম নিলাম অনুষ্ঠানে বসে জাপানে। এবছরও তার কোনও পরিবর্তন নেই।

আর সেদিনই ইতিহাস করল টোকিওর টোয়োসু মাছের বাজার। ভারতীয় মুদ্রায় ১২ কোটি ৯১ লক্ষ টাকায় বিক্রি হল দৈত্যাকার ব্লুফিন টুনা মাছ।

অনেকে বলেছেন, এ মাছ নয়, এ যেন মৎস্য অবতার। জাপানের আওমরি এলাকায় ধরা পড়েছিল ২৭৬ কেজি ওজনের একটি ব্লুফিন টুনা মাছ। সেই মাছ আনা হয়েছিল টোকিওর টোয়াসু মাছ বাজারে।

নবর্বষের প্রথম দিনে টুনার নিলাম জাপানের ঐতিহ্য। আর তা মেনেই ওই টুনা মাছের নিলামে দর হাঁকাতে থাকেন ক্রেতারা।

ক্রেতা-বিক্রেতার টানাপড়েনে সেই মাছের দর গিয়ে পৌঁছায় ভারতীয় মুদ্রার প্রায় ১২ কোটি ৯১ লক্ষ টাকায়।

আর সব ক্রেতাকে টেক্কা দিয়ে ওই মাছ কিনে নেন সুশিজানমাই চেন রেস্তোরাঁর মালিক কিয়োশি কিমুরা।

জাপানের নিলামে টুনা মাছের দর কোটি টাকা ছুঁয়েছে আগেও। ২০১৩ সলে এমনই একটি দৈত্যাকার টুনা বিক্রি হয়েছিল ২২ কোটি টাকায়।

দামের দিক থেকে তা এখনও পর্যন্ত রের্কড। সেই রের্কডের কাছাকাছি  পৌঁছাল  ২৭৬ কেজির এই টুনার দাম।

ওআ/ এস এস