ন্যাভিগেশন মেনু

রেকর্ড ছক্কায় শান্তর সেঞ্চুরি


বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে প্রথম সেঞ্চুরি এলো নাজমুল হোসেন শান্তর ব্যাটে। মিনিস্টার গ্রুপ রাজশাহীর অধিনায়ক ৫২ বলে ছুঁয়েছেন তিনঅঙ্ক। ফরচুন বরিশালের পেসার তাসকিন আহমেদকে মিডউইকেট দিয়ে ছক্কা মেরে সেঞ্চুরিতে পৌঁছান।

৫৫ বলে ১০৯ রানের অসাধারণ ইনিংস খেলে শেষ ওভারে আউট হন ওপেনার শান্ত। মারেন ১১টি ছক্কা, চারটি চার।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২০ রানের ইনিংস গড়েছে রাজশাহী।

রান বন্যার এই ম্যাচে আবার বরিশালের হয়ে হ্যাটট্রিকও করেছেন কামরুল ইসলাম রাব্বি। শেষ ওভারে করেন তিনি হ্যাটট্রিক। সব মিলিয়ে এক ওভারে নেন চার উইকেট। তিনটি ক্যাচই নিয়েছেন সাইফ।

২০১৯ বিপিএল ফাইনালে ৬১ বলে হার না মানা ১৪১ রান করার ইনিংসে ১১টি ছক্কা মেরেছিলেন তামিম। এবার তামিমের দলের বিপক্ষেই ১১টি ছক্কা মেরে রেকর্ডে ভাগ বসালেন শান্ত।

ওআ/